চৌদ্দগ্রামে টিকা দিতে উৎসুক জনতার ভীড়

চৌদ্দগ্রাম  প্রতিনিধি 

করোনা প্রতিষেধক টিকাদান কর্মসূচির পঞ্চম দিনেও স্বতঃস্ফুর্ত টিকা নেওয়া অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিকেরও বেশি মানুষ টিকা নিয়েছেন। বুধবার পর্যন্ত ৬৯৪ জন টিকা নিয়েছেন। তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাসিবুর রহমান। 

বৃহস্পতিবার সরেজমিন গিয়ে দেখা যায়-প্রশিক্ষণ প্রাপ্ত স্বাস্থ্য কর্মীরা রেজিষ্ট্রেশন করা বিচারক আবুল কাশেম, মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ একেএম শরফুদ্দীন, শিক্ষক শিহাব উদ্দিন, চাকুরিজীবি জয়নাল আবেদীন চৌধুরীসহ নারী-পুরুষ টিকা নিয়েছেন। করোনার প্রতিষেধক হিসেবে টিকা গ্রহণ করে সকলেই সরকারের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন। 

Comments

comments

%d bloggers like this: