চৌদ্দগ্রামে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
স্টাফ রিপোর্টার
সোমবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রামে 41 তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবি এম এ বাহার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রহমত অব্যাহত বাবুল প্রমুখ । উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন, চৌদ্দগ্রাম এইচ জে পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রুম সেনগুপ্ত ও চৌদ্দগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবদুল জলিল রিপন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ