চৌদ্দগ্রামে মসজিদের নির্মাণ কাজের শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার: কুমিল্লার চৌদ্দগ্রামের শুভপুর ইউনিয়নের উনকোট পশ্চিম পাড়ায় একটি নতুন মসজিদের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মসজিদটি নির্মাণ করছেন উপজেলার শুভপুর ইউনিয়নের উনকোট গ্রামের হাজী বাচা মিয়ার ছেলে, বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর মো. শাহ জালাল। এর আগে মো. শাহ জালাল মসজিদের জন্য ১২ শতক জমিন ওয়াকফ করে দিয়েছিলেন।

বুধবার (৭ আগস্ট ) সকালে উক্ত মসজিদটির নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন উনকোট শাহী ঈদগাহের প্রধান ইমাম আলহাজ্ব মুফতি মাওলানা মোহাম্মাদ আব্দুর রব। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যশপুর আলিম মাদ্রাসার প্রভাষক মুফতি মোহাম্মদ ফরহাত উল্লাহ শাহ পরান, বিশিষ্ট সমাজ সেবক মো. কবির আহমেদ মজুমদার, স্থানীয় বিভিন্ন মসজিদের ইমামগণ সহ আরো অনেকে। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেম মুফতি মাওলানা মোহাম্মদ আবদুর রব।

Comments

comments

%d bloggers like this: