দেড়মাস পূর্বে নিখোঁজ ১ সন্তান! আজ পানিতে ডুবে মৃত্যুবরণ ২ সন্তানের!
এম এ হাসান, কুমিল্লাঃ
১২ বছর বয়সি মাদ্রাসায় পুড়ুয়া ছাত্র ফারহান নিখোঁজ হয়েছে আজ দেড়মাস হলো।নিখোঁজ এই সন্তানের শোকে কাতর পরিবারে নেমে আসলো আজ এক মর্মান্তিক মর্মাহত বেদনাদায়ক শোক!!সেই হারিয়া যাওয়া ফারহানের ছোট ২ ভাই বোরহান ও রায়হান বাড়ীর পাশে পানিতে ডুবে মৃত্যু বরণ করেন। হ্যাঁ শুনতেছিলেন কুমিল্লার লাকসাম পৌরশহরের পশ্চিমগাঁয়ে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার সোয়া ছয় আনি পাড়ায় (আহমদ মেস্তরির বাড়িতে) এ ঘটনা ঘটে। নিহতরা সোয়া ছয়আনি জামে মসজিদের খতিব মাওলানা মাজহারুল ইসলামের ছেলে আবদুল্লাহ বোরহান (৫) ও আবদুল্লাহ রায়হান (৩)। আবদুল্লাহ বোরহান লাকসাম আলআমিন ইন্সটিটিউটের ১ম শ্রেণির ছাত্র।জানা গেছে, সোয়াছয়আনি জামে মসজিদের খতিব মাওলানা মাজহারুল ইসলাম জোহরের নামাজ পড়াতে মসজিদে যাওয়ার পর শিশুদের মা নাছরিন আক্তার ঘরে নামাজ পড়ছিলেন। এ সময় শিশু দু’টি ঘরের পাশে ডোবার পাড়ে যায়। এলাকাবাসী ধারণা করছেন, একজন ডোবায় পড়ে গেলে অন্যজন তুলতে গিয়ে সেও পানিতে ডুবে যায়। পরে লোকজন ডোবার পাড়ে শিশুদের জুতা দেখে পানিতে নেমে নেমে তল্লাশি চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। উল্লেখ্য, মাত্র দেড়মাস আগে মাওলানা মাজহারুল ইসলামের বড় ছেলে মোঃ ফারহান উদ্দিন (১২) মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়। ৩ সন্তানকে হারিয়ে শোকে মূহ্যমান পিতা-মাতা ও আত্মীয়-স্বজনরা।কিন্তু পুরো লাকসাম শহর জুড়ে এই মর্মাহত বেদনাদায়ক অনাকাঙ্ক্ষিত আকস্মিক মৃত্যু তে শোকের মাতম বইছে।