কুমিল্লা চৌদ্দগ্রামে ৩ বছরের ছেলের চিকিৎসার জন্য দিশেহারা পিতা।বৃত্তবানদের সুদৃষ্টি কামনা।
এম এ হাসান,কুমিল্লাঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে ব্লাড ক্যান্সারে আক্রান্ত তিন বছর বয়সী ছেলের চিকিৎসার জন্য দিশেহারা পিতা।চিকিৎসার ব্যায় বহন করার সামর্থ না থাকায় সমাজের বিত্তবান শ্রেণীর মানুষের সহযোগিতা কামনা।চৌদ্দগ্রাম উপজেলার কৃতি সন্তান সাপ্তাহিক চৌদ্দগ্রামের আলো পত্রিকার সম্পাদক বর্তমান আমেরিকা প্রবাসী একে আজাদ পাটোয়ারী এর দেওয়া সূত্রে আমাদের প্রতিনিধি সরেজমিনে উপস্থিত হয়ে জানান যে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পৌর এলাকার চান্দিশকরা গ্রামের বাসিন্দা গোবিন্দ মজুমদার এর ছেলে প্রতীক মজুমদার বয়স-৩ বছর মাত্র।সদা হাস্যোজ্জল প্রতীক মজুমদার এর শরীরে( এএলএল) নামক ব্লাড ক্যান্সার রোগ ধরা পড়ে।মূহুর্তের মধ্যে দারিদ্র্যের সাথে মোকাবেলা করে জীবন সংসার পরিচালনা করে আসা পরিবারের প্রধান গোবিন্দ এখন চরম হতাশায় দিন কাটাচ্ছে। ছেলের এমন হাসিমাখা মুখটার দিকে চেয়ে একটা সময় যে গোবিন্দ নিজেও হেঁসে ভুলে যেতেন দারিদ্র্যের কঠিন সংগ্রামের কথা।নিয়তির নির্মম পরিহাস আজ সেই ছেলের মুখের হাসি দেখে পিতা গোবিন্দের চোখে পানি এসে ভিড় জমায়।পারিবারিক সূত্রে জানা যায় যে দীর্ঘদিন ধরে জ্বরে আক্রান্ত হওয়ার পর গত ২৫ ফেব্রুয়ারি চৌদ্দগ্রামে ডাঃ লিয়াকত আলীকে দেখানো হয়। তিনি পরীক্ষা নিরীক্ষা শেষে কুমিল্লায় প্রফেসর এম এ মান্নানের নিকট প্রেরণ করেন। এরপর প্রতীকের শরীরে এএলএল নামের ব্লাড ক্যান্সার ধরা পড়ে। গত ৪ মার্চ ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের হেমোটোলজি বিভাগের প্রধান প্রফেসর ড. একেএম আমিরুল মোর্শেদের পরামর্শ নেয়া হয়। তিনিও পরীক্ষা নিরীক্ষা শেষে ব্লাড ক্যান্সারের বিষয়টি নিশ্চিত হন।ঢাকা থেকে সিউর হওয়ার পর থেকেই প্রতিক এর পরিবারে নেমে আসে এক কঠিন হতাশা।ছেলের চিকিৎসার জন্য পরিবার সহযোগিতা কামনা করছেন সমাজের বিত্তবান প্রবাসী,রাজনৈতিক, ব্যবসায়ীক ব্যক্তি বর্গের নিকট।প্রতিক এর জন্য সাহায্য কামনা করে প্রতিক এর পিতা গোবিন্দ মজুমদার আর্থিক সহযোগিতা কামনায় একটি ব্যাংক একাউন্ট নাম্বার ও একটি বিকাশ একাউন্ট নাম্বার প্রদান করেন।আমাদের ও কামনা ও আন্তরিক অনুরোধ-
🔴 মানবতার সেবায় এগিয়ে আসুন🔴
টাকা পাঠানোর হিসাব নং- ১৮৫২১০৫০০০২৪৮১ প্রাইম ব্যাংক,শাখা-চৌদ্দগ্রাম, কুমিল্লা।
বিকাশ নাম্বার- ০১৮৩০৩৩৪২৫৭