৮ ঘন্টা পর কুমিল্লার ইপিজেডের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে।
এম এ হাসান.কুমিল্লাঃ
কুমিল্লার রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) একটি সুতার কারখানায় লাগা আগুন দীর্ঘ ৮ ঘণ্টা চেষ্টার পর আজ মঙ্গলবার (৯ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে নিয়ন্ত্রণে এসেছে।ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।এর আগে, সোমবার রাত সাড়ে ৯টার দিকে ওই আগুনের সূত্রপাত হয়ে পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরে দীর্ঘ ৮ ঘণ্টার চেষ্টায় কুমিল্লা ইপিজেডে আর এন টেক্সটাইলের আগুন নিয়ন্ত্রণে আসে।
কুমিল্লা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফারুক আহাম্মদ জানান, আগুন লাগার খবর শুনে প্রথমে ঘটনাস্থলে ছুটে যায় ইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। পরে আগুনের ভয়াবহতা দেখে চৌয়ারা বাজার ও কুমিল্লা ফায়ার সার্ভিসের আরও ৭টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে আরও একটি ইউনিট যোগ দেয় আগুন নিয়ন্ত্রণের কাজে। মোট ১১টি ইউনিটের চেষ্টায় ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।