চৌদ্দগ্রামে অজ্ঞাত লাশের পরিচয় পাওয়া গেছে

চৌদ্দগ্রাম(কুমিল্লা)প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাত লাশের পরিচয় পাওয়া গেছে। অজ্ঞাত এই যুবকের নাম সোলেমান,চৌদ্দগ্রাম উপজেলা শুভপুর ইউনিয়নের ফকির হাট গ্রামের গরু ব্যাসায়ী রফিকুল ইসলামের ছেলে।এ তথ্য জানান নিহত সোলেমানের বউ নিলু আক্তার। তিনি আরো বলেন গতকাল মঙ্গলবার বিকালে ফেনী ফুলগাজি শশ্বড় বাড়িতে যায় আমার জেষ্ঠাকে দেখতে যায় সন্ধ্যায় আমার মা জানায় খাবার খেয়ে আমার স্বামী বাড়িতে রওনা হইছে,সারা রাত আর বাসাতে আসেনি,মোবাইল ও বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য কুমিল্লার চৌদ্দগ্রাম পরিচয়হীন যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭) সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উপজেলা পরিষদ সংলগ্ন খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। লুঙ্গি পরা অবস্থায় লাশটির ডানপায়ে এবং মাথায় গুরুতর আঘাত এবং মুখোমন্ডল রক্তমাখা দেখা যায়।

Comments

comments

%d bloggers like this: