আজকের কোমলমতি মেধাবী শিক্ষার্থীরা একদিন দেশ গঠনে ভূমিকা রাখবে-ভিপি মাহবুব

(এম এ হাসান) আজকের এই কোমলমতি মেধাবী শিক্ষার্থীরা একদিন দেশ ও জাতীর কল্যানে এগিয়ে আসবে।আজকের এই মেধাবী শিক্ষার্থীদের মেধা বিকাশের ধারাবাহিকতা বজায় রাখতে শুধু মাত্র শিক্ষা প্রতিষ্ঠান এর উপর নির্ভর হয়ে থাকলে চলবেনা।সকল অভিভাবক গন পরিবার কেন্দ্রীক আরো অধিক সচেতনতা বৃদ্ধি করতে হবে।আমরা আজকের দিনে গর্বিত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রিয় নেত্রী শেখ হাসিনা সরকারের জন্য, নিঃসন্দেহে শেখ হাসিনা সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে এক মহা বিপ্লব এনেছে এবং ধারাবাহিক বিপ্লব ঘটেছে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠানে।কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীতে সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি, উপজেলার কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার। সরজমিনে দেখা গেল চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নে স্থানীয় হলি কেয়ার একাডেমির উদ্দ্যেগে ১৫ই ফেব্রুয়ারি শুক্রবার হলি কেয়ার একাডেমি মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান। হলিকেয়ার একাডেমির প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন এর উপস্থাপনায় উপজেলার ছাতিয়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মামুনুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, কালিকাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইউপি সদস্য মোশারফ হোসেন লিটন।ফেনী নাসির মেমোরিয়াল কলেজের ইংরেজি শিক্ষক আনোয়ার হোসেন, কুমিল্লা বিজ্ঞান কলেজের প্রিন্সিপাল আবু জাফর সালমান।স্থানীয় জামমুড়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক অহিদুর রহমান সর্দার, বিজয়পুর রাজারমার দীঘির পার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান সহ আরো অনেকে।এসময় উক্ত অনুষ্ঠানে হলি কেয়ার একাডেমি সকল শিক্ষক শিক্ষিকা ও পরিচালনা কমিটির সদস্য বৃন্দ ও অভিবাবক বৃন্দ উপস্থিত ছিলেন। অতিথিদের বক্তব্যের শেষে আমন্ত্রিত সকল অতিথি বৃন্দ দিনব্যাপী হওয়া ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থী ও কালিকাপুর ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরুষ্কার প্রদান করে।

Comments

comments

%d bloggers like this: