জমকালো আয়োজনের মধ্য দিয়ে বসন্ত কে বরন করে নিলো নিবেদিতা

মাইন উদ্দিন টুটুল

" বসন্ত বরণ উইথ নিবেদিতা" নামে স্লোগানের মাধ্যমে কুমিল্লা ঝাউতলায় লান্চিয়ন হোটেল এন্ড রেস্টুরেন্টে নারী উদ্যোক্তাদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় । নিবেদিতা একটি সোশ্যাল কমিউনিটি, যেখানে প্রায় ২৮ হাজারেরও বেশি নারী আছে। নিবেদিতার প্রধান উদ্দেশ্য নারীদের লাইফস্টাইল, জব সেক্টর, উদ্যোক্তা ইত্যাদি সেক্টরে উন্নয়ন এবং স্বাবলম্ভী হতে সহায়তা করা । প্রতিবারই নিবেদিতার ইভেন্টে আলাদা কিছু থাকে, সাথে অনেক শিক্ষণীয় জিনিস থাকে যা নারীদের বিভিন্ন সময় কাজে লাগতে পারে। ইভেন্টে প্রায় ৫০০ এর বেশি মানুষ সমবেত হয়েছিল। মোট ২৬ জন নারী উদ্যোক্তা ইভেন্টে স্টল নিয়েছিল। এ আয়োজনের টাইটেল পার্টনার হিসেবে ছিল Arla Foods Bangladesh Ltd। পাশাপাশি তারা ইভেন্টে তাদের স্টলে ডানো গুঁড়ো দুধ ডিস্কাউন্টে বিক্রি করেন এবং তাদের দুধ দিয়ে তৈরি খাবার ফ্রিতে সবাইকে টেস্ট করান । আয়োজনের গিফট পার্টনার হিসেবে ছিলেন লিজান হারবাল লিমিটেড , ইভেন্ট পার্টনার ছিল সাজ কুটির, ফটোগ্রাফি পার্টনার ছিল এমকে ফটোগ্রাফি এবং হসপিটালিটি পার্টনার হিসেবে ছিল লাঞ্চিয়ন রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টার। প্রধান অতিথি ছিলেন কুমিল্লার সামাজিক সংগঠনের মধ্যে অন্যতম জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা। নারী উদ্যোক্তাদের নিয়ে এ ধরনের আয়োজনের জন্য নিবেদিতার প্রতিষ্ঠাতা আনিকা কে প্রতি তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। তাছাড়াও অতিথি হিসেবে ছিলেন সেলিনা আক্তার, উপ-পরিচালক- মহিলা বিষয়ক অধিদপ্তর এবং আরও অনেক সম্মানিত ব্যক্তিবর্গ। নারী উদ্যোক্তা এবং অন্যান্য নারীদের গ্রহনের বিভিন্ন পন্যের মধ্যে ছিল বিভিন্ন ধরনের হাতে বানানো খাবার,জামাকাপড়, জুয়েলারি সামগ্রী ,পানি বিশুদ্ধ করার ফিল্টার, মেহেদী পড়ানো ইত্যাদি। এছাড়াও ছিল বাউল শিল্পীদের মনোমুগ্ধকর গানের পরিবেশনা।

Comments

comments

%d bloggers like this: