চৌদ্দগ্রামে মৈত্রীর উদ্যোগে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন এবং স্বেচ্ছায় রক্তদানে উদ্বোদ্ধকরণ কর্মসূচী পালিত

চৌদ্দগ্রাম
রক্তদান মানবীয় গুণ-রক্তদানে এগিয়ে আসুন, এই শ্লোগানকে সামনে রেখে ২১ জুলাই ২০১৮ ইং তারিখ শনিবার সকাল ১০টা থেকে চৌদ্দগ্রাম উপজেলাস্থ ধর্মপুর নাজিম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে, আর্তমানবতার সেবায় নিয়োজিত সংগঠন মৈত্রীর উদ্যোগে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন এবং স্বেচ্ছায় রক্তদানে উদ্বোদ্ধকরণ কর্মসূচী পালিত হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন সহকারী প্রধান শিক্ষক আবদুল বারি। সংগঠনের সভাপতি ফারুক আহমেদ সানির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত শিক্ষকমন্ডলী। মৈত্রীর স্থায়ী পরিষদ সদস্য এম.জি. শাহ আলম পিন্টুর পরিচালনায় ও সাংগঠনিক সম্পাদক আবদুর রহমানের সঞ্চালনায় পূর্ণিমা রানী, মারইয়াম সীমা, নাহিমুল হক সৈকত, আহমেদ সালেহ, সুমন মোল্লা, মাহবুবুল আলম, জানে আলম, মাসুদ, আবির মাহমুদ রায়হান, মামুনুর রশিদ সামির, মীর হোসেন সামির, ইমরান আহমেদ, তাহসান ফারুক, পলাশ আহমেদ, ফখরুল করিম সুজন, আরিফুল ইসলাম রনি, মোজাম্মেল হোসেন রাজ, সায়েম আহমেদ, মুন্সী রাজু, আবদুল্লাহ, সোহেল, ইমরান, তুষারসহ কার্যকরী পরিষদের সরাসরি তত্বাবধানে দিনব্যাপী এই কার্যক্রমের অংশ হিসেবে ছাত্র/ছাত্রীদের রক্তের গ্রুপ জানার প্রয়োজনীয়তা, রক্তদানের উপকারিতা, গর্ভবতী মায়েদের প্রয়োজনে আগাম দুইজন রক্তদাতার ব্যবস্থা করে রাখা ইত্যাদি বিষয়ে গুরুত্বারোপ করা হয়। উল্লেখ্য যে প্রতিষ্ঠার পর থেকে মুমূর্ষু মানুষের প্রয়োজনে মৈত্রী পরিবারের সদস্যরা রক্তসেবা দিয়ে আসছে। রক্তসেবার মাধ্যমে মানুষে মানুষে আত্মিক বন্ধন সুদৃঢ় করে তোলাতেই মৈত্রীর সার্থকতা।

Comments

comments

%d bloggers like this: