ব্রাহ্মণপাড়ায় জাতীয় কৃমি নাশক ট্যালেট সপ্তাহ উদযাপন

সোহেল রানা।। গতকাল ৪ নভেম্বর কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জাতীয় কৃমি নাশক ট্যাবলেট সপ্তাহ উদযাপন উপলক্ষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের বিনা মূলে কৃমি নাশক ট্যাবলেট বিতরন করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ মডেল স্কুলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্ভোধন করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। অনুষ্ঠানে উক্ত কর্মসূচির শুভ উদ্ভোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহিরুল হক। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল মালেক। পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য পরির্দশক মোঃ ফিরোজ মিয়া। উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবদুল আলীম খান, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল হক শাকিল, প্রচার সম্পাদক মোঃ অপু খান চৌধুরী, সদস্য আশিকুর রহমান সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে অতিথিরা জানান, জাতীয় কৃমিনাশক ট্যাবলেট সপ্তাহ উদযাপন উপলক্ষে ব্রাহ্মণপাড়া উপজেলায় ২টি ধাপে ৭০ হাজার শিশুকে কৃমিনাশক (মেবেন্ডাজল-৫০০ এমজি) ট্যাবলেট খাওয়ানো হবে।

Comments

comments

%d bloggers like this: