নবীন প্রবীনদের সমন্বয়ে সংগঠিত করতে হবে।খসরু এমপি
নবীন প্রবীনদের সমন্বয়ে সু- সংগঠিত করতে হবে।আ’লীগকে আরো শক্তিশালী করতে হলে মহিলা আ’লীগকে আরো পরিশ্রম করতে হবে।বাড়ি বাড়ি গিয়ে তাদের আ’লীগ মুখি করতে হবে।মা-বোনদের নিকট বিএনপি ও জামায়তের সহিংসতার কথা উপস্থাপন করতে হবে।পাশাপাশি সরকারের উন্নায়ন মুলক কমকান্ডের কথা ও মা-বোনদের বোঝাতে হবে।ব্রাক্ষনপাড়া উপজেলার দুলাল পুর ইউনিয়নের সদস্য ফরম বিতরনে এর উদ্বোধন করেন।প্রধান অতিথি বক্তব্যে সাবেক আইনমন্তী আ’লীগের প্রেসিডিয়াম সদস্য এড.আব্দুল মতিন খসরু এমপি এই কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাক্ষনপাড়া আ’লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান হাজী জাহাঈীর খান চৌধুরী, সদস্য সচিব মনিরুল হক, যুগ্ন আহবায়ক মোস্তাফা ছারোয়ার,আ’লীগের সদস্যগন