বলিউডে আমার কোন প্রকৃত বন্ধু নেইঃ সানি লিওন
বলিউডের হার্টথ্রুব নায়িকা সানি লিওন। সম্প্রতি ‘নো ফিল্টার নেহা’, এই শোতে হাজির হয়ে বলিউড সম্পর্কে যেন বিস্ফোরণ ঘটালেন।
শো সঞ্চালক বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার সঙ্গে খোলামেলা আলোচনায় সানি লিওন জানান, বলিউডের একটা অ্যাওয়ার্ড শো’তে তাকে বয়কট করা হয়। আমার মনে হয় আমাকে নিয়ে সবার মধ্যেই একটা কৌতুহল ছিল। আর সেই সময় আমাকে অনেক নারীই পছন্দ করতেন না, যদিও সেটা নিয়ে আমার কোনও অসুবিধা সেদিনও ছিল না এমনকি আজও নেই।
তবে অ্যাওয়ার্ড শো’তে দীর্ঘ সময় ধরে একভাবে বসে থাকাটা আমার কাছে অস্বস্তিকর ছিল, কেউই আমার সঙ্গে মূল মঞ্চে যেতে চাইছিল না,
সানি আরো বলেন, ‘বলিউডে আমার কোন ‘প্রকৃত’ বন্ধু নেই। কারণ, ওই যে বললাম অনেক নারীই আমাকে পছন্দ করে না। ’
নেহার এই ‘টক শো’তেই কোচিতে তাকে ঘিরে দর্শকদের মধ্যে যে উন্মাদনা তৈরি হয়েছিল সে বিষয়েও উচ্ছ্বাস প্রকাশ করে সানি বলেন, কোচির মানুষ যেভাবে আমাকে স্বাগত জানিয়েছে, তা-প্রেমের জোয়ার।