ইরমার আঘাতে তছনছ হয়ে যাওয়া ক্যারিবীয় দ্বীপপুঞ্জ এবার মারিয়ার মুখোমুখি
প্রতিচ্ছবি ইন্টান্যাশনাল ডেস্ক:
ইরমার আতঙ্ক এখনো কাটিয়ে উঠতে পারেনি যুক্তরাষ্ট্র। এর মধ্যেই ক্যারিবীয় দ্বীপপুঞ্জে হারিকেন মারিয়ার আঘাতের আশঙ্কা করছেন আবহাওয়াবিদেরা। হারিকেনটি মারাত্বক রূপ নিয়ে আছড়ে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
আমেরিকান হারিকেন সেন্টার সূত্রে জানা যায়, আগামি ৪৮ ঘন্টার মধ্যে সোমবারে উপকূলে আঘাত হানতে পারে ‘মারিয়া’।
ক্যারিবীয় সাগরের লেসার অ্যান্টাইলস দ্বীপপুঞ্জ থেকে ৪৬০ মাইল দূরে রয়েছে মারিয়া। দ্রুত গতিতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দিকে এগোচ্ছে। তিন দিনের মধ্যে লিউয়ার্ড দ্বীপে আঘাত হানবে। তার পর সে এগোবে পুয়ের্তো রিকোর দিকে। সেখান থেকে হাইতি ও ডোমিনিকান রিপাবলিকে। এই তথ্য থেকেই দানা বাঁধছে আতঙ্ক— ইরমার আঘাতে তছনছ হয়ে যাওয়া ক্যারিবীয় দ্বীপপুঞ্জ এ বার মারিয়ার মুখোমুখি।
মারিয়া ক্যারিবীয় অঞ্চলের বেশ কয়েকটি দ্বীপের জন্যও হুমকি হয়ে উঠতে পারে। সপ্তাহ দেড়েক আগে এই দ্বীপগুলোর কয়েকটি হারিকেন আরমার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল।