কেন্দ্রীয় যুবলীগ সম্পাদকের সঙ্গে জাপান যুবলীগ নেতা হেলালের শুভেচ্ছা বিনিময়

কেন্দ্রীয় যুবলীগ সম্পাদকের সঙ্গে জাপান যুবলীগ নেতা হেলালের শুভেচ্ছা বিনিময়
স্টাফ রিপোর্টার।।
যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের সঙ্গে শুভেচ্ছ বিনিময় করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সদস্য সচিব ও জাপান শাখা যুবলীগের যুগ্ম-সম্পাদক এম.নাসিমুল ইসলাম হেলাল। শনিবার সকালে কুমিল্লা পদুয়ার বাজার (বিশ্বরোড) এলাকায় ওই শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
জানা গেছে, ওইদিন মাঈনুল হোসেন খান নিখিল একটি অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রাম যাচ্ছিলেন। পথিমথ্যে পদুয়ার বাজারসহ বিভিন্ন স্থানে স্থানীয় যুবলীগের আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাাখেন তিনি। পদুয়ার বাজারে কুমিল্লা মহানগর যুবলীগ পথসভার আয়োজন করে। এর পূর্বেই হেলাল যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। 
এম.নাসিমুল ইসলাম হেলাল বলেন, প্রিয় নেতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে পেরে ভালো লাগছে। তিনি জাপান যুবলীগের খোঁজ খবর নিয়েছেন আমার কাছ থেকে। আমি তাঁকে বলেছি জাপান শাখা যুবলীগ অনেক সুসংগঠিত ও শক্তিশালী। এ সময় তিনি জাপান যুবলীগের সকল সদস্যদের শুভেচ্ছা জানান।

Comments

comments

%d bloggers like this: