চৌদ্দগ্রামের বাবুচি বাজার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

চৌদ্দগ্রাম প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার বাবুচি বাজারে প্রায় এক একর সরকারী ভুমির উপর থাকা অবৈধ দখল উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ অধিদপ্তর। সোমবার দুপুরে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সাঈদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগ কুমিল্লার উপসহকারী প্রকৌশলী আবদুল মমিন, চৌদ্দগ্রাম থানার পরিদর্শক অপারেশন নুরুল বাশার, সার্ভেয়ার সাইফুল ইসলাম ও মোয়াজ্জেম হোসেন। অভিযানে স-মিল, টিন দোকান, খাদ্য দোকান, হোটেল, ওষুধ দোকানসহ সড়কের পাশেই থাকা গাছের গুড়ি উচ্ছেদ করা হয়। এতে সন্তোষ প্রকাশ করেছেন সচেতন মহল। 

সড়ক ও জনপদ বিভাগের উপসহকারী প্রকৌশলী আবদুল মমিন বলেন, বারবার সড়ক ও জনপদ বিভাগের উদ্যোগে অবৈধ দখলদারদেরকে নোটিশ করা হয়েছে। সর্বশেষ রোববার মাইকিং করেও তাদেরকে সরে যাওয়ার জন্য বলা হয়েছে। কিন্তু তারা সরে না যাওয়ায় বাধ্য উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। 

Comments

comments

%d bloggers like this: