চৌদ্দগ্রামের বাবুচি বাজার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
চৌদ্দগ্রাম প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার বাবুচি বাজারে প্রায় এক একর সরকারী ভুমির উপর থাকা অবৈধ দখল উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ অধিদপ্তর। সোমবার দুপুরে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সাঈদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক ও জনপদ বিভাগ কুমিল্লার উপসহকারী প্রকৌশলী আবদুল মমিন, চৌদ্দগ্রাম থানার পরিদর্শক অপারেশন নুরুল বাশার, সার্ভেয়ার সাইফুল ইসলাম ও মোয়াজ্জেম হোসেন। অভিযানে স-মিল, টিন দোকান, খাদ্য দোকান, হোটেল, ওষুধ দোকানসহ সড়কের পাশেই থাকা গাছের গুড়ি উচ্ছেদ করা হয়। এতে সন্তোষ প্রকাশ করেছেন সচেতন মহল।
সড়ক ও জনপদ বিভাগের উপসহকারী প্রকৌশলী আবদুল মমিন বলেন, বারবার সড়ক ও জনপদ বিভাগের উদ্যোগে অবৈধ দখলদারদেরকে নোটিশ করা হয়েছে। সর্বশেষ রোববার মাইকিং করেও তাদেরকে সরে যাওয়ার জন্য বলা হয়েছে। কিন্তু তারা সরে না যাওয়ায় বাধ্য উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।