কাশিনগরে মিথ্যা দলিল দিয়ে হয়রানি,জোর করে জমি দখল নিয়ে সংঘর্ষ,থানায় মামলা
চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের উত্তর যাত্রাপুর গ্রামে মিথ্যা দলিল দিয়ে হয়রানি, গ্রাম্য শালিশ অমান্য করে জোর করে জমি দখল নিয়ে সংঘর্ষ হয় এতে জামাল হোসেন ও আব্দুল মালেক নামে দুই ভাই আহত হয়। জামাল হোসেন বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করে।
অভিযোগকারী ও মামলা সূত্রে জানা যায় উপজেলা চৌদ্দগ্রাম কাশিনগর ইউনিয়নের উত্তর যাত্রাপুর গ্রামের মৃত সুলতান আহম্মেদ এর ছেলে মো.আনোয়ার হোসেন মিথ্যা দলিল দিয়ে হয়রানি,গ্রাম্য শালিশ অমান্য করে জমি দখল,অবৈধ দখল কে বাধাঁ দিলে কুপিয়ে জখম করে। কাশিনগর ইউনিয়নের উত্তর যাত্রাপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে জামাল হোসেন ও আব্দুল মালেক জানান আনোয়ার হোসেন আমাদের ৪০০শতক(১০/১২ কানি)সম্পতি নিয়ে র্দীঘ দিন যাবত ঝামেলা করছে, এ নিয়ে গ্রামে ও ইউনিয়ন পরিষদে অনেকবার শালিশ হয়। আনোয়ার ইউনিয়ন পরিষদের একটা শালিশে ভুয়া একটা দলিল দেখায় পরে আমরা নকল নিয়ে জানতে পারলাম এটা শুভপুর মৌজার একটা দলিল, যার দলিল নাম্বার ২৬/৬৮। আরো জানায় শুধু ভুয়া দলিল নয় শালিশে কিছু জমির সমাধান হলেও বাকি জমি সমাধান ছাড়া কোন পক্ষ দখল বা চাষাবাদ যেতে পারবে না বলে রায় হলেও গত ২১ ডিসেম্বর শনিবার আনোয়ার হোসেন বিরুদী জমিতে চাষবাদ শুরু করে, গত ২৬ ডিসেম্বর জামাল হোসন বাধা দিলে তাকে কিল ঘুষি ও লাথি দিয়ে আহত করে। এবং আব্দুল মালেক গত ২৭ ডিসেম্বর দুপুরে নিজ জমিতে কাজ করা অবস্থায় আনোয়ার দলবল সহ দেশিয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্য আব্দুল মালেক কে কোপ দিলে নাকে ও হাতে পড়ে রক্তাক্ত কাটা জখম করে। আব্দুল মালেকের চিৎকার শুনে আশে পাশের লোক আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল হাসপাতালে ভর্তি করে ।জামাল হোসেন বাদী হয়ে গত ২৮ ডিসেম্বর আনোয়ার হোসেন তার স্ত্রী নয়ন বেগম ও সাবিনা বেগম সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ কে আসামী করে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করে।