বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে চৌদ্দগ্রামে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের কুলখানি ও স্মরণসভা অনুষ্ঠিত
মিজানুর রহমান মিনু
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের কুলখানি এবং স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেলে উপজেলার শুভপুর ইউনিয়নের পাশাকোট দারুচ্ছুন্নাত জামিয়া দ্বীনিয়া মাদরাসা মাঠে আয়োজিত বিশাল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর কবির মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান, জেলা পরিষদ সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজী, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক ভ.ম আফতাবুল ইসলাম ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক হেলাল, উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদার, শুভপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান মজুমদার। উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের সভাপতিত্বে ও যুব সংহতির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম বাবরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এরশাদ উল্যাহ, সিনিয়র নেতা হাফেজ নজির আহম্মেদ, কাজী মঈন উদ্দিন, জাতীয় পার্টির পৌরসভার আহবায়ক দেলোয়ার হোসেন পাটোয়ারী, কাশিনগর ইউনিয়ন সভাপতি আইয়ুব আলী ভেন্ডার, উজিরপুর ইউনিয়ন সভাপতি ফজলুল হক, কালিকাপুর ইউনিয়ন সভাপতি মোখলেছ মিয়া, চিওড়া ইউনিয়ন সভাপতি মাস্টার মাহবুবুল হক, শ্রীপুর ইউনিয়নের সহ-সভাপতি শেখ আহাম্মদ, শুভপুর ইউনিয়নের সিনিয়র নেতা গাজী রহিম, ঘোলপাশা ইউনিয়ন আহবায়ক জামাল হোসেন, কনকাপৈত ইউনিয়নের আহবায়ক বশির আহমদ, জগন্নাথের আহবায়ক মনসুর আলী, আলকরা ইউনিয়ন আহবায়ক মমিন ভুঁইয়া, গুণবতীর আহবায়ক সাইফুল ইসলাম মেম্বার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, আ’লীগ নেতা জিএম মীর হোসেন, ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, মাহফুজ আলম, জাফর ইকবাল, বিশিষ্ট আইনজীবী ড. আবদুল মান্নান ভুঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক এএসএম শাহীন মজুমদার, পৌরসভা জাতীয় পার্টির নেতা সোহাগ মোর্শেদ চৌধুরী, কুমিল্লা জেলা দক্ষিণ ছাত্রসমাজের সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল, ছাত্রসমাজের উপজেলা সদস্য সচিব আবদুল্লাহ আল মহসিন, পৌর ছাত্রসমাজের আহবায়ক আবদুল্লাহ আল ফুয়াদসহ জাতীয় পার্টি ও আ’লীগের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।