চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় দুই অটো যাত্রী নিহত
কামাল হোসেন নয়ন
কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপ ভ্যানের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চার যাত্রী।
মঙ্গলবার সকালে উপজেলার মুন্সিরহাট ইউপির ডাকরা-পেছামুড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার যাত্রাপুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে সিরাজ মিয়া ও একই এলাকার আব্দুর রহমানের ছেলে বাহারাইন প্রাবাসী আইয়ুব আলী।
চৌদ্দগ্রাম থানার ওসি মাহফুজুর রহমান জানান, উপজেলার মুন্সিরহাট থেকে কিরণ খালগামী রেটিনা ফার্মাসিউটিক্যালস কোম্পানির একটি পিকআপ ঘটনাস্থলে এলে বিপরীতগামী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটো যাত্রী আইয়ুব ঘটনাস্থলেই নিহত হন। আহত পাঁচ যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক সিরাজকে মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি উদ্ধার ও মরদেহগুলো হাসপাতাল মর্গে রাখা হয়েছে।