চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ টি ঘর পুড়ে ছাই, ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

মোঃ কামাল হোসেন নয়ন।

কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ২টি বসত ঘরসহ ৪টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এঘটনায় প্রায় পনের লক্ষ (১৫,০০,০০০/=) টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ভুক্তভোগি মমতাজ মিয়া। এসময় ঘরগুলোতে থাকা খাট, ড্রেসিং টেবিল, আলনা, শো-কেইস, আলমারি, মেকসিব, ডাইনিং টেবিল, চেয়ার, সোফাসহ সকল আসবাবপত্র এবং প্রয়োজনীয় দলিল-দস্তাবেজ ও শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র পুড়ে যায়। এসময় কোরবানীর ঈদকে কেন্দ্র করে গরু ক্রয়ের উদ্দেশ্যে ঘরে সঞ্চিত থাকা নগদ এক লক্ষ নব্বই হাজার (১,৯০,০০০/=) টাকাসহ আলমারিতে থাকা ১১ ভরি ওজনের স্বর্ণালঙ্কার পুড়ে যায়। ঘটনাটি ঘটে উপজেলার উজীরপুর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামের মমতাজ উদ্দীনের বাড়ীতে। চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা যায, বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে প্রথমে একটি বসত ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে পাশ্ববর্তী ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। এসময় ওই ঘরে থাকা রান্নার কাজে ব্যবহৃত এলপিজি গ্যাস সিলেন্ডার বিস্ফোরিত হয়ে আরো দু’টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় পাশ্ববর্তী ঘোয়াল ঘরে থাকা ২টি গরুও অগ্নিদগ্ধ হয়। এদিকে অগ্নিকান্ডের খবর শুনে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ভয়াবহ এ অগ্নিকান্ডের ফলে মমতাজ মিয়ার পরিবারে নেমে এসেছে চরম হতাশা। আকস্মিক ঘরে থাকা আসবাবপত্রসহ চারটি ঘর পুড়ে যাওয়ায় মমতাজ মিয়া এখন দিশেহারা। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। এদিকে অগ্নিকান্ডের ঘটনায় তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ, ই্উপি সদস্য তাজুল ইসলাম, শাহ আলমসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গর্ণমান্য ব্যক্তিবর্গ। ঘটনাস্থল পরিদর্শন কালে ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদ নগদ আর্থিক সহযোগিতা দিয়ে ভূক্তভোগি পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

Comments

comments

%d bloggers like this: