স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রীপুর রোটার‍্যাক্ট ক্লাব অব ময়নামতি সেন্ট্রাল এর উদ্যোগে মাদক, ইবটিজিং ও বাল্যবিবাহ বিরোধী আলোচনা সভা

সফিউল আলম
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রীপুর প্রসন্ন একাডেমি প্রাঙ্গনে রোটার‍্যাক্ট ক্লাব অব ময়নামতি সেন্ট্রাল এর উদ্যোগে মাদক, ইবটিজিং ও বাল্যবিবাহ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত এবং ফ্রি ব্লাড গ্রুপিং নির্ণয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক ও ৪নং শ্রীপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান শাহ জালাল মজুমদার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রসন্ন একাডেমি প্রধান শিক্ষক আমিনুল ইসলাম,
অভিভাবক ক্লাবের ফাষ্ট প্রেসিডেন্ট রোটা. সাইফুল ইসলাম মিন্টু। ইলেক্টে প্রেসিডেন্ট রোট. আবদুর রাজ্জাক মজুদার। ৭নংওয়ার্ড মেম্বার মফিজুর রহমান, ৩নংওয়ার্ড মেম্বার কাজী আলমগীর হোসেন, রোটার‍্যাক্ট ক্লাব অব ময়নামতি সেন্ট্রালের চাটার্ড প্রেসিডেন্ট রোট.আবু তানভির,ফাস্ট প্রেসিডেন্ট রো. পিন্টু ,আই পিপি রো.জাহিদ হাসান, রো.রিয়াজ উদ্দিন, রোট.হেলাল, রো.মাহবুবা জুথি এবং রোট.তোফাজ্জল হোসেন, প্রেসিডেন্ট রোটার‍্যাক্ট ক্লাব কুমিল্লা সাউথ,রোট.মানিক সরকার, প্রেসিডেন্ট রোটার‍্যাক্ট ক্লাব কুমিল্লা নিউ সিটি। রো. মনির হোসেন

Comments

comments

%d bloggers like this: