চৌদ্দগ্রামে ঐতিহ্যবাহী ‘রাজাপুর-১০৯’’তম বড় শাফা খতম অনুষ্ঠিত

মোঃ সফিউল আলম

কুমিল্লার চৌদ্দগ্রামে রাজাপুর বৃহত্তর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে ১০৯ তম বড় শাফা খতম।শনিবার (২৩ ফেব্রুয়ারী) সকালে উপজেলার শ্রীপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে হাজারও আলেমের উপস্থিতিতে অনুষ্ঠানে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সকল মানুষের অব্যাহত সুখ, শান্তি ও উন্নতি কামনায় দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ভারতের জৈনপুরের বড় হুজুর পীরে কামেল আলহাজ্ব হযরত মাওলানা “ফররুখ ছেয়ার সিদ্দিকী আল্ কোরাইশী”।আয়োজকদের পক্ষ থেকে আলোচনা করেন বাস্তবায়ন কমিটির উপদেষ্টা চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহ্বায়ক শ্রীপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মোঃ শাহ জালাল মজুমদার ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী হায়দার মেম্বার।দোয়া ও মোনাজাত পূর্বে কোরআন ও হাদীস থেকে হেদায়েত মূলক বয়ান পেশ করেন, কুমিল্লা আলীয়া মাদ্রাসার হেড মোহাদ্দেস মাওলানা আব্দুর রাজ্জাক, ছুপুয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা কাজী মোহাম্মদ শহিদ উল্লাহ্ , আরবী প্রভাষক মাওলানা আব্দুল বারী, ভূচ্ছি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবু তাহের, চৌদ্দগ্রাম আলীয়া মাদ্রাসার প্রভাষক মাওলানা আবুল বশার, সোনাকান্দা আলীয়া মাদ্রাসার মোহাদ্দেস মাওলানা হুমায়ুন কবির সহ বহু আলেম উলামাবৃন্দ। এময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনুসাড়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ছিদ্দিকুর রহমান, মোহাম্মাদপুর আলীয়া মাদ্রাসার সাবেক মোহাদ্দেস মাওলানা আব্দুর রব, গুনবতী ফাজিল মাদ্রাসার সাবেক সহকারী অধ্যাপল মাও: দেলোয়ার হোসেন, খিরনশাল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: মাহবুবুর রহমান, কাছারী পাড়া ফাজিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাও : মোসলেমুর রহমান, কাছারী পাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও : মাকসুদুর রহমান, যশপুর সুফিয়া খাতুন আলীম মাদ্রাসার প্রভাষক মুফতী ফরহাত উল্যাহ সহ বিভিন্ন স্থান থোকে আগত অসংখ্য হাজী, আলেমসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

Comments

comments

%d bloggers like this: