কুমিল্লায় প্রায় ১৭ বছর পর চৌদ্দগ্রামের মাষ্টার হাবীব হত্যা মামলার রায়

এম এ হাসান, কুমিল্লাঃ কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় ২০০২ সালের ৭ই অক্টোবর সম্পদের বিরোধের জের ধরে চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের সামুকসার গ্রামে মাষ্টার হাবীবুর রহমান কে হত্যা করা হয়।এই ঘটনায় নিহত মাষ্টার হাবীবুর রহমান এর ছেলে আশিকুর রহমান ৮ জনের নামে একটি হত্যা মামলা করেন।উক্ত হত্যা মামলায় ১৩ ই ফেব্রুয়ারি বুধবার ৫ জনের যাবজ্জীবনের আদেশ দিয়েছে কুমিল্লার আদালত। কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক নূর নাহার বেগম শিউলী এ আদেশ দেন।আদালত সূত্রে জানা যায়, কুমিল্লার চৌদ্দগ্রামে ২০০২ সালের ৭ অক্টোবর জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নিজ বাড়িতে খুন হন হাবিবুর রহমান মাস্টার। এ ঘটনায় নিহতের ছেলে আশিকুর রহমান সুমন কুমিল্লার চৌদ্দগ্রামে বাদী হয়ে ৮ জনের নামে মামলা করেন। এ মামলায় আদালত ২০ জনের স্বাক্ষ্যগ্রহণ ও মামলার কৌশলীদের যুক্তিতর্ক শেষে ৫ আসামীকে যাবজ্জীবন সাজার আদেশ প্রদান করেন।সাজাপ্রাপ্ত আসামীগনের মধ্যে ৩ জন পলাতক রয়েছেন। এছাড়াও বাকি ৩ অভিযুক্ত মৃত্যুবরণ করেন।কুমিল্লা আদালতের অতিঃ পিপি এড. রেজ্জাকুল ইসলাম খসরু এ বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

comments

%d bloggers like this: