ধ্রুব গুহের গানের মডেল আসিফ আকবর
বাংলা গানের যুবরাজ আসিফ আকবর আসছেন নতুন পরিচয়ে তার ভক্তদের সামনে। এতদিন আসিফ আকবর মডেল হয়েছেন তার নিজের গানে। এর বাইরে বাণিজ্যিক কোনো সিনেমা, নাটক কিংবা বিজ্ঞাপনেও তাকে দেখা যায়নি। তবে এবার তিনি অন্যের গানে মডেল হয়ে হাজির হচ্ছেন। আসছে ঈদেই এই চমক জাগানিয়া ভিডিওটি প্রকাশ হবে।
জনপ্রিয় গায়ক ধ্রুব গুহের গানের ভিডিওতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আসিফ। আর তার সঙ্গে নায়িকা হিসেবে আছেন ভিট চ্যানেল আই টপ মডেল সুমাইয়া আনজুম মিথিলা।