লাকসাম বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, অভিযানে ১ লাখ ৬২ হাজার টাকা জরিমানা আদায়

স্টাফ রির্পোটার

কুমিল্লার লাকসামে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে বিভিন্ন জনকে হাতেনাতে ধরে লাখ ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লাকসাম রেলওয়ে জংশনে ভ্রাম্যমাণ আদালতের দিনব্যাপী অভিযানে ৭টি ট্রেনে অভিযান চালিয়ে এই সাজা দেওয়া হয়। ঈদ শেষে কর্মস্থলমুখী বিনা টিকিটের যাত্রী ট্রেনের ছাদে ভ্রমণকারী যাত্রীদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়বৃহস্পতিবার (২১ জুন) দুপুরে লাকসাম রেলওয়ে জংশনের পরিবহন পরিদর্শক আবু তাহের বিষয়টি নিশ্চিত করেনতিনি বলেন, ‘রেলওয়ে চট্টগ্রাম বিভাগের ডিসিসি মো. জাকির হোসেনের নেতৃত্বে ৭টি ট্রেনে অভিযান চালিয়ে বিনা টিকেটে ট্রেনের ছাদে ভ্রমণকারী যাত্রীদের কাছ থেকে এই জরিমানা আদায় করা হয়েছে। লাকসাম রেলওয়ে থানা পুলিশ অভিযানে সহযোগিতা করেছেন

Comments

comments

%d bloggers like this: