চৌদ্দগ্রামে আগুনে পুড়ে ৮টি ঘর ছাই

শফিউল আলম
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ২নংউজিরপুর ইউনিয়নের বেলঘর উত্তর পাড়ায় মিয়াবাজার তোষণ রফিক বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ঘোলপাশা ইউনিয়নের ঘোরাঘোরা গ্রামের মোঃ জসিম উদ্দিনের ৮টি রুম আগুনে পুড়ে ছাই হয়ে যায়। জানা যায় গতকাল বুধবার সকাল ৭.৩০ মিনিটে পল্লী বিদ্যুতের আগুনে পুড়ে ছাই হয়ে যায় বাসগৃহ ৮ টি টিনসেট রুম। মো.জসিম উদ্দিন জানান বিদ্যুতের আগুনে পুড়ে ছাই হয়ে যায় বাসগৃহ ৮ টি টিনসেট রুম,এতে ৮ টি রুমের প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়,রুম গুলো ভাড়ার টাকা দিয়ে কোনো রকম ছেলে সন্তান কে নিয়ে জীবন যাপন করি। ভাড়া থাকা ৮ টি পরিবার অসহায় অবস্থা রয়েছে।

Comments

comments

%d bloggers like this: