নকলমুক্ত পরীক্ষায় উদ্বুদ্ধ করতে চৌদ্দগ্রামে এসএসসি-দাখিল পরীক্ষার্থী ও অভিভাবকদের সমাবেশ অনুষ্ঠিত
নকলমুক্ত পরীক্ষায় উদ্বুদ্ধ করতে
চৌদ্দগ্রামে এসএসসি-দাখিল পরীক্ষার্থী ও অভিভাবকদের সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :::
কুমিল্লার চৌদ্দগ্রাম কাশিনগর ইউনিয়ন সমন্বয় কমিটির উদ্যোগে ২০১৮ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য ‘অপারেশন কোয়ালিটি এডুকেশন’ নামে এক অবহিতকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার কাশিনগর বিএম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন। কাশিনগর ইউনিয়নের চেয়ারম্যান মোশারেফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল ফয়সল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আজহারুল ইসলাম ভূঁইয়া, ইউনিয়ন আ’লীগের সভাপতি মোখলেছুর রহমান, কাশিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়া, কাশিনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার আবদুল ওয়াদুদ, অশ্বদিয়া আজিজিয়া দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ফরিদ উদ্দিন মিয়াজী, কাশিনগর মহিলা মাদরাসা পরিচালনা কমিটির সদস্য প্রফেসর মোঃ শাহজাহান, জয়মঙ্গলপুর হাইস্কুল পরিচালনা কমিটির মাস্টার মোঃ মাঈন উদ্দিন, কাশিনগর বিএম উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ ইসমাঈল হাজারী, প্রধান শিক্ষক মোঃ ইউনুছ মিয়া, অশ্বদিয়া মহিলা মাদরাসার সুপার আবদুল করিম। এ সময় অন্যান্যের মধ্যে কাশিনগর ইউপি সদস্য আলী আশ্রফ, আলমগীর, আবদুল রশিদ, ইসকান্দার, ছালেহ আহমেদ, সামছুল আলম, টিটু, ফাতেমা আরা সুমিসহ ইউনিয়নের সকল স্কুল, মাদরাসা এসএসসি, দাখিল পরীক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা সন্তোষ প্রকাশ করে জানান, এই প্রথম ছেলে-মেয়েদেরকে নকলমুক্ত পরীক্ষা দিতে অভিভাবকদের সচেতনমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এজন্য ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেনের প্রতি কৃতজ্ঞা জানান তারা।