বুড়িচংয়ে একই দিনে কবর দেওয়া হলো দুই বোনকে

বুড়িচংয়ে একই দিনে কবর দেওয়া হলো দুই বোনকে
আক্কাস আল মাহমুদ হৃদয়, বুড়িচং, কুমিল্লা।
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল গ্রামের ঘটক শাহ আলমের মা জায়েজুল নেছা (৯০), একই উপজেলার যদুপুর গ্রামের বাবূর্চি আমিন মিয়ার মা রমিজা খাতুন (৯৫) কে একই দিনে কবর দেওয়া হয়। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, তারা দুইজন দাইমা ছিলেন। তারা মৃত্যুর পূর্ব পর্যন্ত সমাজের প্রসূতি সন্তান প্রসব করার সময় বিপদে আপদে ভূমিকা রাখেন বলে এলাকার মহিলারা বলেন। কিন্তু দুঃখের বিষয় হলো, মৃত্যুর কয়েকমাস আগেই তারা হঠাৎ অসুস্থ হয়ে যায়। বিভিন্ন চিকিৎসা করার পর ও মৃত্যুর হাত থেকে রক্ষা পায়নি। গত সোমবার রাত জায়েজুল নেছা ইন্তেকাল করেন। তার ইন্তেকালের খবর শুনে বড় বোন রমিজা খাতুন সহ্য করতে পারেনি। অবশেষে তাইর মৃত্যুর খবর শোনতে পেল সকলে। এদিকে দুই পরিবারের মাঝে শোকের কালো ছায়া নেমে এসেছে। সমাজের অনেক মহিলাই তাদের জন্য কান্নাকাটি করতে দেখা যায়। কারণ সমাজের অনেক মহিলা বলছে সন্তান প্রসবের এই দুঃসময়ে তারা দুই বোন তাদের পাশে থাকতেন। গতকাল জায়েজুল নেছা (৯০) এর জানাযা নামাজ সকাল ১১ টায় বাকশীমূলে অনুষ্ঠিত হয় । জানাযা শেষে যদুপুর বাবার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। অপর বোন রমিজা খাতুনের(৯৫) জানাযা বিকেলে জানাযা শেষে একই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে এই দুই বোন ছেলে মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

 

Comments

comments

%d bloggers like this: