নিম্ন আয়ের মানুষের জন্য নির্মাণ হবে ফ্ল্যাট

নিম্ন আয়ের মানুষের জন্য ১৫ হাজার ৩৬টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্পসহ মোট আটটি প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার। আজ মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এসব  প্রকল্পের অনুমোদন দেয়া হয়।প্রকল্পগুলোতে মোট ব্যয় হবে ১৫ হাজার ২২১ কোটি ৭৫ লাখ টাকা।

সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।পরিকল্পনামন্ত্রী বলেন, উত্তরার ১৮ নং সেক্টরে ২১৪ দশমিক ৪৪ একর জমিতে এসব ফ্ল্যাট নির্মাণ করা হবে। ২০২০ সালের ডিসেম্বর মেয়াদে এই ফ্ল্যাট নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সব ধরনের আবাসিক সুবিধা সম্বলিত ফ্ল্যাটগুলো নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৯০২ কোটি টাকা।প্রতিটি ফ্ল্যাটের গড় আয়তন হবে ১ হাজার ৫০ থেকে ১ হাজার ২৫০ বর্গফুট। প্রতি বর্গফুটের গড় মূল্য পড়বে ৪ হাজার থেকে ৪ হাজার ৫০০ টাকা। আট কিস্তিতে গ্রাহককে দাম পরিশোধ করতে হবে।  পরিকল্পনামন্ত্রী বলেন, আজ আটটি নতুন ও সংশোধিত প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এ সময় আরো উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব জিয়াউল ইসলাম, সাধারণ অর্থনৈতিক বিভাগের সদস্য ড. শামসুল ইসলাম প্রমুখ।

Comments

comments

%d bloggers like this: