ময়মনসিংহে টেক্সটাইল ইনস্টিটিউট শাকিলের নামে

প্রধানমন্ত্রীর প্রয়াত বিশেষ সহকারী কবি মাহবুবুল হক শাকিলের নামে তার নিজ জেলা ময়মনসিংহে টেক্সটাইল ইনস্টিটিউট হচ্ছে।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের উদ্যোগে এ ইনস্টিটিউট নির্মাণে ইতোমধ্যে ৭ একর জমি দেখতে ময়মনসিংহ জেলা প্রশাসককে নির্দেশনা দিয়েছেন তিনি।

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মাস খানেক আগে জেলা প্রশাসককে এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়েছে। ৭ একর জমি অধিগ্রহণ করতে কত টাকা লাগবে তা জানিয়ে জেলা প্রশাসন থেকে আমাদের চিঠি দিবে। এরপর একনেকে এটি পাস হবে।

এ টেক্সটাইল ইনস্টিটিউট প্রতিষ্ঠায় যাবতীয় খরচ বস্ত্র ও পাট মন্ত্রণালয় বহন করবে বলেও জানান তিনি।

ময়মনসিংহ জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান বাংলানিউজকে বলেন, মন্ত্রণালয়ের নির্দেশে জমি দেখা শুরু করে দেয়েছি। ময়মনসিংহ নগর ও এর আশেপাশের এলাকায় জমি দেখার কাজ চলছে।

Comments

comments

%d bloggers like this: