চৌদ্দগ্রামে বিকাশ দোকানে চুরির ঘটনার ২ আসামী লাকসাম থেকে আটক
চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে বিকাশ দোকানের তালা ভেঙ্গে নগদ টাকা চুরির ঘটনায় অভিযুক্ত দুই আসামীকে পাশ^বর্তী লাকসাম উপজেলা থেকে আটক করা হয়েছে। গত রবিবার রাতে চৌদ্দগ্রাম থানার এসআই মিন্টু দত্তের নেতৃত্বে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো; লাকসাম উপজেলার অশ^তলা গ্রামের অমর চন্দ্র দের ছেলে উজ্জল চন্দ্র দে (৩২) ও একই এলাকার মৃত আলী আকবরের ছেলে শামছুল হক প্রকাশ সামু (৪৬)। সোমবার বিকেলে কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে আসামীদ্বয়কে জেলহাজতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য গত ১১ আগষ্ট শুক্রবার দুপুরে উপজেলার কাশিনগর বাজারের জহির টেলিকম এন্ড মোবাইল ব্যাংকিং নামক দোকানের তালা ভেঙ্গে ৪,৭,০০০ টাকা নিয়ে যায় চোরচক্র। যা দোকানে সিসিটিভির ক্যামেরায় ধরা পড়ে। সিসিটিভির ফুটেজের ভিত্তিতে আসামীদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় এফআইআর মামলা (মামলা নং- ১৪/৩৯৪) দায়ের হয়।