রাজশাহী কিংসের হয়ে মাঠ মাতাবেন মোস্তাফিজ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট-বিপিএলে ৫ম আসরের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। আকর্ষণের কেন্দ্রে থাকা মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে গেলো আসরের রানার্স আপ রাজশাহী কিংস। এছাড়াও ওপেনার শাহরিয়ার নাফিস ও আব্দুর রাজ্জাককে পেয়েছে রংপুর রাইডার্স।
আইকন ক্যাটাগরিতে থাকলেও বরিশাল বুলস আসর থেকে নিষিদ্ধ হওয়ায়, ‘এ’ প্লাস ক্যাটাগরির ক্রিকেটার হিসেবে প্লেয়ার ড্রাফটে নাম ওঠে মোস্তাফিজের। যেখানে স্থানীয় খেলোয়াড়দের মধ্যে প্রথমেই তাকে দলে নেয় রাজশাহী কিংস। এছাড়াও অনূর্ধ্ব ১৯ দলে খেলা জাকির হোসেনকে নিয়েছে গেলো আসরের রানার্সআপরা। বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস এখন পর্যন্ত নাজমুল হোসেন শান্ত, সাকলাইন সজিব, জহুরুল ইসলাম ও নাদিফ চৌধুরীকে দলে ভিড়িয়েছে। নবাগত সিলেট সিক্সার্সে আছে শুভাগত হোম, আবুল হাসান রাজু, কামরুল হাসান রাব্বি ও নাবিল সামাদ।