ব্যাংকক যাচ্ছেন জেলা নারী উন্নয়ন ফোরাম সভাপতি রাশেদা আখতার

ব্যাংকক যাচ্ছেন জেলা নারী উন্নয়ন ফোরাম সভাপতি রাশেদা আখতার।

ডেক্স নিউজ
লগইন-এশিয়া’র আয়োজনে স্থানীয় সুশাসন ও বিকেন্দ্রীকরণের দেশীয় উদ্যোগ সমুহ শিক্ষন ও শেয়ারিং বিষয়ক আন্তঃদেশীয় পন্চম সাধারন সভায় যোগ দিতে ১২ই ডিসেম্বর ব্যাংকক যাচ্ছেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা নারীউন্নয়ন ফোরাম সভাপতি রাশেদা আখতার।লগইন-এশিয়া’র সাধারন সভায় যোগ দেবেন আফগানিস্থান,বাংলাদেশ,ভুটান,কম্বোডিয়া,ভারত,লাওস,মংগোলিয়া,মায়ানমার,নেপাল,পাকিস্থান,শ্রীলংকা ও সুইসজারল্যান্ড এর প্রায় ৯০ জন স্টেক হোল্ডার।বাংলাদেশ প্রতিনিধি দলে রাশেদা আখতার ছাড়া আরো যারা আছেন তারা হলেন,সাংসদ ফজলে হোসেন বাদশা,সিডিডি নির্বাহী এ,এইচ,এম নোমান খান,প্রিপট্রাস্ট নির্বাহী আ্যারোমা দত্ত,এনআইএলজি পরিচালক গোলাম ইয়াহিয়া,হাইসাওয়ে ব্যবস্থাপনা পরিচালক নুরুল ওসমান,লগইন ফ্যাসিলেটর স্টেপস্ স্টুয়ার্ডস নির্বাহী রন্জন কর্মকার,লগইন ফ্যাসিলেটর সকলের কথা সম্পাদক সমর রায় ও এসডিসি সিনিয়র প্রোগ্রাম অফিসার সাবিনা ইয়াসমিন লুবনা।আগামী ১৬ ই ডিসেম্বর প্রতিনিধিদল দেশে ফিরবেন।

Comments

comments

%d bloggers like this: