চৌদ্দগ্রাম যশপুর ২৫তম বার্ষিক বড় খতম অনুষ্ঠিত
চৌদ্দগ্রাম উপজেলার ৪ নং শ্রীপুর ইউনিয়নে যশপুর ২৫তম বার্ষিক বড় খতম শনিবার যশপুর দাখিল মাদরাসা মাঠে উৎস মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের সভাপতি ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজালাল মজুমদারের সভাপতিত্বে প্রধান মেহমান হিসাবে আলোচনা ও মোনাজাত পরিচালনা করেন ধনুসাড়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ধনুসাড়া পীর সাহেব আলহাজ্জ মাওলানা আবু বক্কর সিদ্দিক।যশপুর এলাবাসীর উদ্যোগে ও জয়নাল আবেদীনের পরিচালনায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন শুভপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ,জাপার কেন্দ্রীয় নেতা আলমগীর কবির (আলম), শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা নুরজ্জামান খোকন,বড়খতম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম,নাছির মোল্লা,মাষ্টার শফিক,মাষ্টার রশিদ,শাহীন কাদির, কামাল হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম নজুমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম,ছুপুয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাজী শহিদুল্লাহ,কাছারিপাড়া ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম,কাশিনগর সিনিয়ার মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আয়াতুল্লাহ নূরী,গোপাল নগর মহিলা মাদ্রাসার সুপার মাহবুবুল হক সহ-সুপার মাওলানা শাহআলম সহ বিভিন্ন মাদ্রাসার সুপার, শিক্ষক, এলাকার গন্যমান্য বক্তিবর্গ । মোনাজাত শেষে গরুর মাংস,ভাত,ডাল দিয়ে হাজার হাজার অতিথিকে আপ্যায়ন করা হয়।