প্রতিভাবান ক্রিকেটার রবিউল আলম আর নেই

নিজস্ব প্রতিবেদক: কয়েক দিন আগের কথা । হাসপাতালের বিছানায় শুয়ে আছে রবিউল আলম । ক্রিকেট মাঠের পোষাকের ছবির সঙ্গে একেবারেই মেলানো যায় না হাসপাতালের বিছানায় শুয়ে থাকা রবিউল আলমকে । ছবির রবিউল আলমের চোখে দীপ্তি নিভে যাচ্ছিল ধীরে ধীরে ।
৬ ফুট দীর্ঘ এই তরুণ বলহাতে আর মাঠে আসবে না । প্রথমে ক্রিকেট কে পরে পৃথিবীকে বিদায় জানালেন  রবিউল আলম । বিষয়টি মঙ্গলবার বিকেলে  রবিউলের কোচ আতিকুর রহমান নিশ্চিত করেছেন  ‘রবিউল আর নেই’ । খবরটি ফেইবুকের মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্রিড়াঙ্গনে শোকের ছায়া নেমে আসে ।
উল্লেখ্য, ২০১৫ সালে কুমিল্লা জেলা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন রবিউল। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ‘মানিগ্রাম পেসার হান্টে’ কুমিল্লা অঞ্চলের সেরা বোলারও তিনি। বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ানসে খেলতে ট্রায়াল দিয়ে ভালো করেছেন। যখন দৃষ্টি মেলেছেন অনেক দূরে, তখনই নেমে এসেছে আঁধার। ঢাকায় চিকিৎসার পর ভারতে নেওয়া হয় তাঁকে। সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসা হয় দেশে। পরিবার থেকে একটি কিডনি প্রতিস্থাপনের ব্যবস্থা হলেও রবিউলের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে টাকা।

Comments

comments

%d bloggers like this: