খিরনশাল কাজী জাফর আহমদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা -২০১৯ অনুষ্ঠিত

মোঃ কামাল হোসেন নয়নঃ

এসো স্মৃতির আনন্দে মিলিত হই ভ্রাতৃত্বের বন্ধনে এই শ্লোগানকে সামনে রেখে চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের খিরনশাল কাজী জাফর আহমদ উচ্চ বিদ্যালয়ের ২০০১ ইং সনের এসএসসি পরীক্ষাত্রীদের সংগঠন EX-MATES ASSOCIATION SSC-2001 উদ্দ্যেগে বিদ্যালয়ের হলরুমে শিক্ষক ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা -২০১৯ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খিরনশাল কাজী জাফর আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ্জাহান। অনুষ্ঠানে EX-MATES ASSOCIATION SSC-2001 পক্ষ থেকে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষকদেরকে সম্মাননা প্রদান করা হয় । সম্মাননা প্রাপ্ত শিক্ষকরা হলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক একে এম আব্দুল লতিফ,, অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বর্তমানে মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নাসির উদ্দীন মিয়াজি, বিদ্যালয়ের শিক্ষিকা শিখা রাণী সাহা, শিক্ষক আব্দুল কুদ্দুছ পাটোয়ারী, মোঃ মজিবুল হক, হুমায়ূন কবির মজুমদার, কাজী মোঃ মোস্তফা, গোপাল চন্দ্র, শাহীন পাটোয়ারী,মোসাম্মৎ ফেরদাউস, মোঃ বাহার উদ্দিন, মোঃ শাহীন আলম (সাবেক)সুশীল চন্দ্র মজুমদার (সাবেক), আব্দুল মামুন মুন্সি (সাবেক), বাবুল মিয়া, মোঃ কামাল হোসেন, মোঃ কামরুজ্জামান, মোঃ আরমান হোসেন, অনুষ্ঠনটির আয়োজনে ছিলেন খিরনশাল কাজী জাফর আহমদ উচ্চ বিদ্যালয়ের ২০০১ ইং সনের এসএসসি পরীক্ষাত্রীদের সংগঠন EX-MATES ASSOCIATION SSC-2001 সদস্য ইঞ্জি. এম এ রহমান রিপন, মোঃ তৌহিদ মাহমুদ অপু, ইমদাদুল হক (সোহেল) , ফজলুল করিম (সোহেল), এমাজউদ্দীন মজুমদার , হারুনর রশীদ মজুমদার , আবিদ আল কাইয়ুম (রাসেল),দিদার হোসেন,ইলিয়াস মিয়া, মেহেদী হাসান, আহসান বারিক,আবুল খায়ের, নজরুল ইসলাম (মেহেদী), বিল্লাল হোসেন মহুরি,শরিফ হোসেন,আব্দুল্লাহ আল মামুন, মজিবুল হক মিন্টু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ তৌহিদ মাহমুদ অপু মোঃ আবুল খায়ের। অনুষ্ঠানের শেষে স্কুলের মেধাবী শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।

Comments

comments

%d bloggers like this: