কুমিল্লা চৌদ্দগ্রামে সাবেক চেয়ারম্যান এর রোগমুক্তির জন্য দোয়া ও মিলাদ মাহফিল।
এম এ হাসান, কুমিল্লাঃ
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ১নং কাশিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম এর রোগ মুক্তির জন্য কোরআন খানি, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।উল্লেখ্য উপজেলার কাশিনগর ইউনিয়নের অশ্বদিয়া গ্রামের কৃতি সন্তান সিরাজুল ইসলাম একসময়ের কাশিনগর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেছেন।তিনি গত বেশ কিছুদিন যাবত অসুস্থতায় ভোগ করেন।অবস্থার কোন পরিবর্তন না হওয়ায় বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিগে সিরাজুল ইসলাম এর অসুস্থতার সংবাদ পাওয়া মাত্র চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক কাশিনগর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোশারেফ হোসেন উনার রোগমুক্তির জন্য ইউনিয়ন বাসীর প্রতি দোয়া কামনা করেন।সরেজমিনে দেখা গেল ২২ এপ্রিল সোমবার কাশিনগর ইউনিয়ন পরিষদ এর আয়োজনে বিকাল ৫ঘটিকায় ইউনিয়ন পরিষদ ভবন কমপ্লেক্সে আয়োজিত হয় সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম এর রোগ মুক্তির জন্য কোরআন খানি দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন।কাশিনগর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোশারেফ হোসেন এর সভাপতিত্বে উক্ত মিলাদ ও দোয়ার মাহফিলে এসময় উপস্থিত ছিলেন স্থানীয় কাশিনগর ইউনিয়ন এর বিভিন্ন মসজিদ মাদ্রাসার আলেম উলামা ও কাশিনগর ইউনিয়ন পরিষদ এর ইউপি সচিব,সদস্য সহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের সামাজিক নেতৃবৃন্দ। কোরআন খানি ও মিলাদ মাহফিল শেষে মাওলানা আয়াত উল্লাহ নূরীর মোনাজাতের মাধ্যমে উক্ত দোয়া মাহফিল সমাপ্ত হয়।