বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে জাতির অগ্রগতিকে থামিয়ে দেয়া হয়েছিল-রেলমন্ত্রী

মোঃ আবুল বাশার রানা

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেলমন্ত্রী মুজিবুল হক এমপি বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাত্রীতে দেশী ও বিদেশী কিছু কুচক্রী মহল জাতির জনককে স্ব-পরিবারে হত্যার মধ্যদিয়ে জাতির অগ্রগতিকে থামিয়ে দিয়েছিল। তারা ভেবেছিল জাতির জনককে হত্যা করলেই বুঝি সব কিছু শেষ হয়ে যাবে। কিন্তু জাতির পিতার ধমনীতে যে রক্ত বইছে তাঁরই সুযোগ্য কন্যা আজ পিতার অবর্তমানে বাঙ্গালী জাতিকে বিশ্বে উন্নয়নের মহাসড়কে তুলে দিয়েছেন। গত শনিবার চৌদ্দগ্রাম উপজেলা মহিলা আওয়ামীলীগ ও যুব মহিলালীগ আয়োজিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, একদিন বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন বাঙ্গালীরাও বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা এক হতাশগ্রস্ত জাতিকে বিগত ১০ বছরে এক আমুল পরিবর্তনের মাধ্যমে বিশ্বে পরিচিত করেছেন। তাই সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে মুক্তিযুদ্ধের চেতনায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় নির্বাচনে আবারো জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সভাপতি সাফিয়া খাতুন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, সুলতানা বেগম, সাবিনা ইয়াসমিন এমপি, সিফাত চক্রবর্তী, জোবেদা খাতুন পারুল। উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশেদা আখতারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আয়েশা জামান শিমুর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহম্মেদ চৌধুরী সেলিম, জেলা আওয়ামীলীগ নেতা আলী হোসেন চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলকরা ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাতিসা ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন টিপু, উপজেলা যুবলীগের আহবায়ক শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহ জালাল মজুমদার, কালিকাপুর ইউপি চেয়ারম্যান মাহবুব হোসেন মজুমদার, গুনবতী ইউপি চেয়ারম্যান সৈয়দ আহম্মদ খোকন, জগন্নাথদীঘি ইউপি চেয়ারম্যান জানে আলম ভূঁইয়া, উজিরপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খেধরশেদ, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, মুন্সিরহাট ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম, কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল ও ঘোলপাশা ইউপি চেয়ারম্যান কাজী জাফর আহমেদ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জুলেখা বেগম ও যুবমহিলালীগ নেত্রী রহিমা আক্তার শিল্পি প্রমুখ। একইদিন বিকেলে বাতিসা ইউনিয়নের পাতড্ডা বাজারে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলমন্ত্রী মুজিবুল হক। এতে জেলা উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

 

Comments

comments

%d bloggers like this: