উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মুজিব ভাইয়ের হাতকে শক্তিশালী করতে হবে-চেয়ারম্যান মোশারেফ হোসেন
কামাল হোসেন নয়ন
চৌদ্দগ্রামে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে মুজিব ভাইয়ের হাতকে শক্তিশালী করতে হবে। আমি মোশারেফ হোসেন চেয়ারম্যান হিসাবে নয়,জীবনের শেষ দিনটা পর্যন্ত মুজিব ভাইয়ের একজন কর্মী হয়ে বেচেঁ থাকতে চাই। তাই আসুন আমাদের জন্য যে মানুষটি দিন-রাত খেটে কাজ করে যাচ্ছেন, সরকারের এমন দায়িত্বপূর্ণ মন্ত্রী হয়েও তিনি এই চৌদ্দগ্রামের মানুষের কথাই ভাবেন, উনার একজন কর্মী হিসাবে আমরা গর্বিত। মুজিব ভাই যে ভাবে উন্নয়ন মুলক কাজ করেছে তাতে আগামী সংসদ নির্বাচনে এই চৌদ্দগ্রামে জামাত শিবির ও বি এন পি একটি ভোট পাওয়ার কথা না। এবং জামাত বি এন পি চৌদ্দগ্রামে ভোট চাওয়ার কোন অধিকার নেই। এ কাশিনগরে যেখানে জামাত শিবির অবস্থান নিবে সে খানে আওয়ামীলীগ কর্মীরা শক্ত হাতে প্রতিরোধ করবে। আজ বিকাল ৪ঘটিকায় চৌদ্দগ্রাম উপজেলার ১ নং কাশিনগর ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড এর ওয়ার্ডসভায় । রামচন্দ্রপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ০৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: আলমগীর হোসেন । এছাড়া আরোও উপস্থিত ছিলেন কাশিনগর ইউনিয়ন পরিষদের সচিব মীর সহিদুল হক সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। উল্লেখ্য যে, অনুষ্ঠানে প্রধান অতিথি তার দীর্ঘ বক্তব্যে এলাকার মানুষের চাওয়া পাওয়া সম্পর্কে সবার সাথে কথা বলেন। যে সকল উন্নয়নমূলক কাজ বাকী রয়েছে তার একটা তালিকা তৈরী করেছেন তিনি। অনুষ্ঠানের সকল মানুষকে এক এক করে সবাইকে প্রশ্ন করেছেন যে কার কি প্রয়োজন। সবাই তাদের অসম্পূর্ন কাজের কথা চেয়ারম্যান সাহেবকে বলেন এবং চেয়ারম্যান সাহেব পর্যায়ক্রমে তাদের কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন।