আসিফ২য় বিয়ে করতে যাচ্ছেন!
আসিফের ২য় বিয়ের আলোচনাটা নতুন কিছু না। এর আগের থেকেই আসিফের ২য় বিয়ে নিয়ে গুঞ্জন ছিলো মিডিয়া পাড়ায়। এবার আসিফ নিজেই তার ফেসবুকের মাধ্যমে জানালেন ২য় বিয়ের ব্যাপারে।আসিফ তার ফেসবুকে লিখেন, ‘২০১৭ সালের শুরু থেকেই টিভি পত্রিকায় ঘ্যান ঘ্যান করে আসছি আরেকটা বিয়ে করবো। এ নিয়ে আমার একমাত্র বউয়ের কোনো অবজেকশন না থাকায় জাতিরও উদ্বিগ্ন হওয়ার কথা নয়। মাঝে মাঝে ফ্যান পেজে এই নিয়ে মন্তব্যের উত্তরও দিয়েছি। বেশিরভাগ অডিয়েন্স পোল বিয়ের বিপক্ষে, আর কিছু রহম হৃদয় ফ্যান বলেছেন- ভাবীকে একটু বিশ্রাম দেওয়া দরকার।আমিও ভেবে দেখলাম কিছু বুঝে ওঠার আগেই প্রেম বিয়ে সংসার নিয়ে মোট ত্রিশ বছর কেটে গেলো। একজন ক্রিকেটার এবং দলীয় অধিনায়ক হিসেবে আমার বেগমের ক্ষেত্রে ‘রিটায়ার্ড হার্ট’ অপশনটা অ্যাপ্লাই করা যেতে পারে, তবে ডিভোর্স শব্দটা এক্ষেত্রে আসবে না।তা ছাড়া ছেলেরাও যুবক হয়ে গেছে, এখন ওরাই আমার মূল প্রতিদ্বন্দ্বী। বাই চান্স যদি ওরা দ্রুত বিয়ে করে ফেলে তাহলে আমি একটা শৃঙ্খলার মধ্যে পড়ে যেতে পারি। সুতরাং, হাতে সময় কম। আর পৃথিবীতে আমিই একমাত্র পুরুষ না যিনি দ্বিতীয় বিয়ের কথা ভাবছেন। আমার অবিবাহিত এবং সদ্য বাবা হওয়া বন্ধুদের কাছ থেকে বেসিক উৎসাহ পাচ্ছি।সূত্র অনলাইন