অসহায় শীতার্থ মানুষের পাশে ফেইসবুক গ্রুপ

অসহায় শীতার্থ মানুষের পাশে ফেইসবুক গ্রুপ
স্টাফ রির্পোটার
Inspiaed By Creation (IBC)  নামের গ্রুপ খুলে কয়েক বন্ধু মিলে অন্য গ্রুপের মত তাদের গ্রুপে শুধু ফানি ট্রোল, লাইভ আড্ডা,কন্টেস্টে হয় তা কিন্তু নয়, তারা মানব সেবার জন্য গ্রুপ খুলেছে,তাদের গ্রুপের বয়স দুই মাস ও হয় নাই, এর মধ্যে নাটোরের এক মাদ্রাসায় অসহায় দরিদ্র মানুষ এর মাঝে তারা শীতের বস্ত্র বিতরণ করে। এ গ্রুপের প্রতিষ্ঠাতা নয়ন জানান স্বপ্ন হলো গ্রুপের নামে ফাউন্ডেশন করে অসহায় মানুষের সেবা করা। মনে যদি সৎ ইচ্ছা থাকে তাহলে সব করা সম্ভব। বাংলাদেশর সব ফেইসবুক গ্রুপ যদি তাদের মত ভাবতো তাহলে বাংলাদেশে পথ শিশু অসহায় দরিদ্র মানুষ একেবারেই কমে যেত। আমাদের এই গ্রুপটা খুব অল্পতে অনেক জনপ্রিয়তা পেয়েছে।এর মধ্যে কয়েক দিন হল একটা ইভেন্টও করা হয়েছে। শীতার্থ এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে তাদের অনেকটা সাহায্য করা হয়েছে।এই ইভেন্টটা সফল ভাবে হয়েছে। সকল এডমিনদের শুভকামনা রইল। গ্রুপের এর সকল মেম্বারদের অনেক অনেক ধন্যবাদ এবং পাশে থাকার জন্য এবং বহির্গত অনেক মানুষ ছিল তদের কেউ অনেক ধন্যবাদ। তিনি আরো জানান সবাই যদি পাশে না থাকত তাইলে হয়ত এই কাজটা করা সম্ভব হত না। সমাজ সেবা এবং মানুষ এর পাশে থেকে সাহায্য করা এই সকল কাজ করলে নিজের মনে অনেক শান্তি লাগে। একটা মানুষে মুখের হাসির কারন হতে পারলে অনেক সুখ এবং আনন্দ লাগে। এ সময় ফেইসবুকের এ গ্রুপের উপস্থিত ছিলেন মনি,সামিয়া আনিকা ,সারোয়ার, রাজীব, খলিল প্রমুখ।

Comments

comments

%d bloggers like this: