চার স্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে ফেনী থেকে পায়ে হেঁটে ঢাকার পথে চার তরুণ

চার স্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে
ফেনী থেকে পায়ে হেঁটে ঢাকার পথে চার তরুণ
চৌদ্দগ্রাম প্রতিনিধি
‘শিশু শ্রম বন্ধ কর, গাছ লাগান-পরিবেশ বাঁচান, একের রক্ত অন্যের জীবন-রক্তই হোক আত্মার বাঁধন, ট্রাফিক আইন মেনে চলুন-নিরাপদে পথ চলি’ এ চার স্লোগানকে সামনে রেখে ফেনী থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে ঢাকার পথে পায়ে হেঁটে রওয়ানা দিয়েছে ফেনী পলিটেকনিক রোভার স্কাউট গ্রুপের চার সদস্য। গতকাল বৃহস্পতিবার সকালে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যাত্রা শুরু করে সন্ধ্যায় তারা চৌদ্দগ্রাম বাজারে পৌঁছে। চৌদ্দগ্রামের রোভার আবদুর রব লাভলুর আমন্ত্রণে চৌদ্দগ্রাম সরকারি কলেজে রাতে তারা অবস্থান নেয়। চার রোভার হলেন; সাইফুল ইসলাম, ফিরোজ উদ্দিন, মোতালিব হোসাইন, পারভেজ হাসান। পায়ে হেঁটে ভ্রমণকালে তারা মহাসড়ক সংলগ্ন বিভিন্ন পর্যায়ের প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও পেশাজীবির সাথে সাক্ষাত করেন।
চার তরুণ রোভার জানায়, আমাদের চারটি স্লোগান বাস্তবায়িত হলে সমাজে অপরাধ ও দূর্ঘটনা কমে যাবে। পাশাপাশি মানুষের প্রতি মানুষের সম্প্রীতি বাড়বে।

Comments

comments

%d bloggers like this: