কুমিল্লায় ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর রেলক্রসিংয়ে ট্রেন-মাইক্রোবাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা সবাই পুরুষ। প্রাথমিক তাদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, বিজয়পুর রেল ক্রসিংয়ের সামনে চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এ সময় ট্রেনটি মাইক্রোবাসটিকে প্রায় ১ কিলোমিটার টেনে সামনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলে ২ জন ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।
লাকসাম রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক স্বপন কান্ডারি বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।