দুবাই পুলিশ বাহিনীতে যোগ হল ‘উড়ন্ত মোটরসাইকেল

বিলাসবহুল ল্যাম্বরগিনি গাড়ি, স্বয়ংক্রিয় রোবট পুলিশের কারণে ইতোমধ্যে বিখ্যাত দুবাইয়ের পুলিশ। এবার তাদের পুলিশবহরে যোগ হয়েছে উড়ন্ত মোটরসাইকেল।
রাশিয়ার টেক কোম্পানি হোভারসার্ফের ডিজাইন করা যানটির নাম অবশ্য দেয়া হয়েছে স্করপিয়ন। তবে চারদিকে চারটি প্রপেলারের মাধ্যমে হাওয়ায় ভাসা যানটিকে উড়ন্ত মোটরসাইকেল নামে ডাকাই হবে যথোপযুক্ত। ঘণ্টায় ৪০ মাইল বেগে চলতে সক্ষম যানটিতে সিট মাত্র একটি এবং ২৫ মিনিট হাওয়ায় ভেসে থাকতে পারে। সর্বোচ্চ ৬০০ পাউন্ড বহনে সক্ষম যানটি স্বয়ংক্রিয়ভাবেও চলতে সক্ষম।
দুবাই স্মার্ট সিটি পরিকল্পনার আওতায় দুবাই পুলিশ যোগ করল এই স্করপিয়ন। চলতি বছর একটি টেক শোতে প্রথম প্রদর্শন করা হয়েছিল। হোভারসার্ফের প্রধান নির্বাহী আলেক্সান্ডার আতামানভের ফেসবুক পেজে জানানো হয়েছে, দুবাই পুলিশের সঙ্গে হোভারসার্ফের সমঝোতা স্মারক সাক্ষর হয়েছে এবং তাদের দুবাইয়ে ব্যাপকভাবে উৎপাদনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

Comments

comments

%d bloggers like this: