‘কুমিল্লা বিশ্বরোড থেকে নোয়াখালী পর্যন্ত ফোর লেন হচ্ছে’

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি বলেছেন, আওয়ামীলীগ সরকালে আমলে কুমিল্লায় ব্যাপক উন্নয়ন হয়েছে। কুমিল্লা ইপিজেড স্থাপন হয়েছে। এখানে ৫০ হাজার লোকের কর্মসর্ংস্থান হয়েছে। এখন অনেক উন্নয়ন কাজ হাতে নেয়া হয়েছে। কুমিল্লা আইটি পার্ক স্থাপনের কাজ এগিয়ে যাচ্ছে। পদুয়াবাজার বিশ্বরোড থেকে নোয়াখালী পর্যন্ত ফোর লেনের কাজ শুরু হচ্ছে।

মঙ্গলবার বিকেলে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাই সরকারী কলেজ মাঠে আয়োজিত কর্মীসভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, আগামী নির্বাচন হবে নৌকার নির্বাচন। দেশজুরে উন্নয়নের জোয়ারে মানুষ এখন জননেত্রী শেখ হাসিনা ও নৌকার উপর বিশ্বাসী হয়ে গেছে। দেশের উন্নয়নে নৌকার কোন বিকল্প নেই সে ধারণা মনে প্রাণে বিশ্বাস করে দেশবাসী। তাই দেশ ও জাতির উন্নয়নে নৌকার কোন বিকল্প নেই। তিনি বলেন, উন্নয়নের স্বার্থে দল ভুলে নৌকা প্রতীকে ভোট দিয়ে জাতির উন্নয়নে শরিক হওয়া এখন সময়ের দবি।

পরিকল্পনা মন্ত্রী বলেন, সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামীলীগ ,যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ দলীয় সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আয়োজিত ওই কর্মীসভায় তিনি আরো বলেন, বাংলাদেশের এখন এগিয়ে যাবার সময়। দেশের অগ্রগতি দেখে কিছূ রাজনৈতিক দল দেশ পিছন থেকে টেনে ধরার ষঢ়যন্ত্র করছে। নৌকার সমর্থকদের সজাগ থেকে ওইসব ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে। মাসুণতে ভালবাসা মায়া মমতা দিয়ে কাছে টানতে হবে। মানুষের সেবার প্রতিটি নেতাকর্মীকে কাজ করতে হবে।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার, লালমাই সরকারী কলেজের অধ্যক্ষ আবদুল মমিন মজুমদার, সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুম হামিদ, সদর দক্ষিন উপজেলা যুবলীগের আহ্বায়ক মোতালেব হোসেন, কুমিল্লা সদর দক্ষিণ ছাত্রলীগের আহ্বায়ক আয়াতউল্লাহ প্রমুখ।

Comments

comments

%d bloggers like this: