চৌদ্দগ্রামে বাস-ট্রাক সংঘর্ষ : নিহত ৫

এম এ হাসান
কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের পিছনে বাসের ধাক্কায় পাঁচজন নিহত ও অন্তত বিশজন আহত হয়েছেন। গতকাল রোববার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদীঘি ইউনিয়নের গাংরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ও আহত সবাই খুলনার খালিশপুর থেকে চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার ওরশে যাচ্ছিলেন। মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মঞ্জরুল হক ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ ইমাম হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।নিহতরা হলেন খুলনার খালিশপুরের কাশিপুর গ্রামের সাদের আলীর ছেলে চায়না হিজরা(৫০), আজগর আলীর স্ত্রী হাসি বেগম(৪০), দীঘুলিয়া থানার চন্দ্রিমহল গ্রামের রুস্তম মোল্লার ছেলে আসলাম মোল্লা(৫০), শেরহাটি গ্রামের মোজাফ্ফর আলীর ছেলে সালাম মিয়া(৫২), একই বাসের যাত্রী আনোয়ার হোসেন(৪৫)। আহত হয় অন্তত ২০ যাত্রী।ইমাম হোসেন পাটোয়ারী জানান, যাত্রীবাহী বাসটি শনিবার সন্ধ্যায় খুলনার খালিশপুর থেকে ফটিকছড়ি মাইজভান্ডার ওরশের উদ্দেশে রওনা করে। গতকাল রোববার ভোরে কুমিল্লার গাংরা এলাকায় বাসটি মালবাহী একটি ট্রাককে ওভারটেকিং করার সময় স্বজোরে ধাক্কা দেয়। এতে বাসের এক পাশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন বাসের পাঁচ যাত্রী।খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার শেষে স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে পাঠায়। নিহতদের লাশ ও দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার শেষে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আনা হয়।

Comments

comments

%d bloggers like this: