কুমিল্লায় ‘ম্যাজিক বোট’রাইড কেড়ে নিল কলেজ ছাত্র রায়হানের প্রাণ।

জনতার বার্তা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লা ধর্মসাগর নগর উদ্যানে ‘ম্যাজিক বোট’রাইডে চড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রায়হান( ২২) নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে লালমাই ডিগ্রি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। নগরী ছোটরা এলাকার বাবুল মিয়ার ছেলে।শনিবার (২৫শে আগষ্ট) রাত ৮ টায় বন্ধুদের সাথে উক্ত রাইডে চড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ নেওয়া হলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। উক্ত রাইডটি বঙ্গবন্ধু মুরালের পিছনে অবস্থিত। গত কয়েকমাস পূর্বে রাইডটি চালু করা হয়।স্থানীয়রা জানান, সন্ধ্যায় চিৎকার শুনে উদ্যান এলাকায় আতঙ্ক মানুষ এদিক ওদিক ছুটাছুটি করে। পরে জানতে পেরেছে একজন ছেলে নাকি বিদ্যুতের শর্ট খেয়েছে। ঘটনার পর উক্ত রাইড পরিচালনাকারীরা লাপাত্তা হয়ে যায়। কলেজ ছাত্রের লাশ হাসপাতালে রেখে পালিয়ে যায় কিছু তরুন।এ বিষয়ে ম্যাজিকবোট পরিচালনাকারী কর্তৃপক্ষের সাথে বার বার যোগাযোগ করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা বলছে এই রাইডগুলো অনিরাপদ ও বিপদজ্জনক।মৃত্যুর বিষয় জানতে কোতয়ালি মডেল থানায় আলাপ কালে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া মৃত্যু সংবাদ টি নিশ্চিত করেছেন, তবে কিভাবে মৃত্যু হয়েছে বিষয়টি ময়নাতদন্ত শেষে জানা যাবে।

Comments

comments

%d bloggers like this: