চৌদ্দগ্রামে বিজয়পুর স্টুডেন্ট ফোরামের কৃতি ছাত্র/ছাত্রী সংবর্ধনা ও ঈদ পুনর্মিলন অনুষ্ঠান।
এম এ হাসানঃ
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ঈদ পূর্নমিলন এর অনুষ্ঠানের আয়োজন করে বিজয়পুর স্টুডেন্ট ফোরাম।বিজয়পুর স্টুডেন্ট ফোরামের সাবেক সভাপতি শরীফুল ইসলামের আমন্ত্রণে আমাদের প্রতিনিধি সরেজমিনে উপস্থিত হয়ে জানায়, চৌদ্দগ্রাম উপজেলার ৩নং কালিকাপুর ইউনিয়নের বিজয়পুর রাজারমার দীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৪আগষ্ট শুক্রবার সকাল ৯টায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা পুরুষ্কার ও ঈদ পূর্নমিলনের আয়োজন করে বিজয়পুর স্টুডেন্ট ফোরাম।বিজয়পুর জাগরণ সংঘ ক্লাবের সাধারন সম্পাদক মসিউর রহমানের উপস্থাপনায় ও বিজয়পুর স্টুডেন্ট ফোরামের সভাপতি মাইনুল হোসেন মজুমদার এর সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম সরকারি কলেজ এর সাবেক ভিপি ৩নং কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার। এই সময় তিনি বলেন একমাত্র শিক্ষায় জাতির উন্নতি সাধন করে, নিঃসন্দেহে এই কৃতি সংবর্ধনা একটি উৎসাহ উদ্দীপনা নিয়ে আসবে ছাত্র ছাত্রীদের মাজে, শিক্ষার মান উন্নয়নে স্টুডেন্ট ফোরামের এমন সুন্দর আয়োজন কে আমি স্বাগত জানাই, পাশাপাশি আমি অঙ্গিকার করতেছি ইনশাআল্লাহ পরবর্তী সময়ে এই আয়োজন ব্যাপক আকারে করবো।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়পুর স্টুডেন্ট ফোরামের প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যাবসায়ী জহিরুল কাইয়ুম মজুমদার বাদল, কালিকাপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সালেহ আহমদ মেম্বার, বিজয়পুর জাগরণ সংঘের সাবেক সভাপতি কাজী সোহরাব হোসেন সোহেল, সহ সভাপতি মহিউদ্দিন খন্দকার আফজাল, মিয়াজী কামাল হোসেন,বিজয়পুর স্টুডেন্ট ফোরামের সাবেক সভাপতি শরীফুল ইসলাম, বিজয়পুর স্টুডেন্ট ফোরামের সহ সভাপতি ইমতিয়াজ আহমেদ অনিক, সাধারন সম্পাদক মাসুদ আলম ফয়সাল, শিক্ষা বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ (ঢাবি),সহ শিক্ষা বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম (কুবি), অর্থ বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন সোহাগ, সহ প্রমুখ।সভাপতি মাইনুল হোসেন এর সমাপনী বক্তব্যর পর আমন্ত্রিত অতিথি বৃন্দ জেএসসি, এসএসসি, ও এইচএসসি সর্বমোট ৪০ জন কৃতি শিক্ষার্থীর মাজে কৃতিত্বের পুরুষ্কার ও ক্রেস্ট,প্রদান করেন।