বাংলাদেশ ক্রিকেট দলকে এফবিসিসিআইয়ের অভিনন্দন
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের অভূতপূর্ব জয়ে জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
বুধবার এক বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলকে এই অভিনন্দন জানিয়েছে সংগঠনটি।
বার্তায় এফবিসিসিআই বলেছে, নিজেদের সর্বোচ্চ শ্রম, মেধা ও বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে অসাধারণ নৈপুুণ্যের বলে বাংলাদেশের আজকের জয় সত্যিই প্রশংসনীয়।
বিগত সিরিজগুলোর ধারাবাহিকতায় আজকের ম্যাচেও বাংলাদেশ ক্রিকেট দল তাদের সক্ষমতা, দেশপ্রেম ও দৃঢ় প্রত্যয়ের পরিচয় দিয়েছে। টেস্ট খেলুড়ে দেশ হিসেবে বাংলাদেশের ১০১তম টেস্টে এই অবিস্মরণীয় জয় দেশের ক্রিকেট ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
বাংলাদেশ ক্রিকেট দলকে সার্বক্ষণিক ও নিরবচ্ছিন্ন উৎসাহ এবং সহায়তা দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে এফবিসিসিআই। সেই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও আন্তরিক ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি।
বাংলাদেশ ক্রিকেট দল আগামী দিনগুলোতেও সুন্দর খেলা উপহার দিয়ে দেশবাসীকে উজ্জীবিত রাখবে এবং ক্রমান্বয়ে আরও উন্নতি সাধনে সক্ষম হবে বলে এফবিসিসিআই আশাবাদ ব্যক্ত করে।